আপনার মূল্যবান প্রবন্ধটি প্রেরণের জন্য নিম্নলিখিত বিধিগুলি অনুসরণ করুন
- লেখা অভ্র-তে টাইপ করে ডক (doc) ফাইল এবং পিডিফ (pdf) ফাইল -এ পাঠাতে হবে পত্রিকার ই-মেল -এর মাধ্যমে। কোনো পিডিএফ ফাইল গ্রহণ করা হবে না।
- লেখাটির abstract ইংরাজীতে জমা দিতে হবে।
- Plagarism পরীক্ষা সংক্রান্ত সার্টিফিকেট জমা দিতে হবে।
- Methodology – যা লেখাটির জন্য ব্যাবহৃত হয়েছে, তা উল্লেখ করতে হবে।
- Literarary review – করে তা জমা দিতে হবে। পত্রিকাটিতে বাংলা, ইংরাজী উভয় লেখাই জমা দেওয়া যাবে।
- লেখা হবে ২৫০০ থেকে ৪০০০ শব্দের মধ্যে।
- Abstract এর শব্দ সংখ্যা ১৫০
- লেখায় বিস্তারিত তথ্যসূত্র নির্দেশ করতে হবে নিম্নলিখিত পদ্ধতিতে-
লেখকের নাম, পুস্তকের নাম, প্রকাশকের নাম, প্রকাশের স্থান, প্রকাশকাল, পৃষ্ঠা।
- ইটালিক রীতি (বাঁকা হরফ) বর্জিত হবে। পুস্তক ও পত্রিকা ইত্যাদি নামের জন্য সিঙ্গেল কোটেশন এবং বক্তব্য উদ্ধারের জন্য ডবল কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে।
- ইংরেজি কোটেশন রোমান হরফেই দিতে হবে।
- একমাত্র পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি গ্রহণ করা হবে।
- সংক্ষিপ্ত লেখক পরিচিতি দিতে হবে- প্রবন্ধের শেষে
- যারা গবেষণাধর্মী লেখা পাঠাচ্ছেন, তাদেরকে জানানো হচ্ছে নিজেদের লেখা বাংলায় য়ুনিকোডে বা অভ্র’তে টাইপ করে একটি ওয়ার্ড ফাইলে ও একটি পিডিএফ ফাইলে লেখা মেল করতে। প্রত্যেক’কে জানানো হচ্ছে গবেষণাধর্মী প্রবন্ধের ওয়ার্ড ফাইলের প্রথমেই একটি ১৫০ শব্দে ইংরেজি অ্যাবস্ট্রাক্ট/সারাংক্ষ পাঠান। ইংরেজি সারাংসের সঙ্গে ইংরেজিতে কি ওয়ার্ডস অবশ্যই যেন দেওয়া থাকে। ইংরেজি অ্যাবস্ট্র্যাক্টের জন্য আলাদা ফাইল করা যাবে না। এইসকল নিয়মাবলী অনুসরণ না করা হলে, প্রবন্ধ নির্বাচিত হবে না। সেক্ষেত্রে লেখকদের জানানো নাও হতে পারে।
Notes:
- References of the sources that are used in the articles should be informed correctly and perfectly.
- Numbering i.e. 1, 2, 3 etc. should be marked in the main articles and at the end the references as per the number should be mentioned.
- Other reference book should be named if needed.
- The serial of reference writing should be- Author or Editor, Name of book or journal, Publisher, Year of publication, Page etc.
- In the article there should be ‘methodology’ section, and the abstract should be always written in English and in between 150 words.
- Everyone must submit one report of Plagiarism checked by an authorised website.
- Typing should be done with line gap of 1.5 unit and in A4 page format.
- In case of quotations, old spelling should be unchanged and in other cases the spelling-regulations of West Bengal Bangla Academy will be accepted.
- Researchers who are sending their research articles in Bengali or in English, are hereby asked to kindly send an abstract written in English in about 150 words with select keywords in English. Submitted papers must be sent in Bengali Unicode/typed in Avro, and the submitted papers must be in both word file and a PDF file. Please do not send a separate file with the Abstract and keywords. Failing to send the abstract with the associated keywords along with the research article will be subject to dismissal of the submitted paper. The dismissal of the research article may not be apprised to the researchers in that case.