অন্তর্মুখ, বাংলা ভাষার ত্রৈমাসিক গবেষণা পত্রিকা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, আসাম প্রভৃতি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, গবেষক, ছাত্র-ছাত্রী, শিক্ষানুরাগী ব্যক্তিত্বের কাছে সমাদৃত হয়েছে। পত্রিকাটি বছরে চারটি সংখ্যা (জুলাই-সেপ্টেম্বর, অক্টোবর-ডিসেম্বর, জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন) প্রকাশিত হয়। দুটি সংখ্যা সমাজবিজ্ঞান ও দুটি সংখ্যা সাহিত্য-সংস্কৃতি ও শিল্পকলা বিষয় নির্ধারিত হয়ে থাকে। বাংলা ভাষায় এমন গবেষণামূলক প্রবন্ধ-পত্রিকা প্রকৃত অর্থেই দুর্লভ। অন্তর্মুখের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য সাহিত্য-সংস্কৃতি-সমাজবিজ্ঞান-শিল্পকলা বিষয়ে বাংলা ভাষায় নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশ করা।

International Seminar on “Third Gender: Voices and Challenges” / “তৃতীয় লিঙ্গ: স্বর ও সংকট” Date : 10th January, 2025 (New)

UGC Social Sciences Approved Group I Journals (We’re on Serial 18.)

স্টল নম্বর ৪৪৮ (448) এবং মুশায়েরার স্টলে,

1) অন্তর্মুখের দলিত ও সাহিত্য
২) একুশ শতকের ছোট গল্পের সং:খ্যা আছে।

যারা সাবস্ক্রিপশন করেছো আমাকে ফোন করে নিতে পারো।

কাল, পরশু স্টল নম্বর ৪৪৮ এ থাকছি। যারা ‘অন্তর্মুখের’ সাবস্ক্রিপশন নিয়েছেন তাঁরা তিনটে সংখ্যা পেতে আসুন। ফোন করুন। আমাকে রিসিপ্ট এর স্ক্রিনশট দিন।

– Sampa Samanta

Current Issue

Previous Publication

What others say about Antarmukh (কিছু বাংলা দৈনিক এর পর্যালোচনা)