‘একুশ শতক : সমাজতাত্ত্বিক বীক্ষণ’
প্রকাশিত হবে সেপ্টেম্বর, ২০১৮।
লেখা পাঠানো সময়-সীমা : জুন, ২০১৮
লেখা অভ্র-তে টাইপ করে ডক (doc) ফাইল-এ পাঠাতে হবে পত্রিকার ই-মেল -এর মাধ্যমে। কোনো পিডিএফ ফাইল গ্রহণ করা হবে না।
লেখা হবে ২৫০০ থেকে ৪০০০ শব্দের মধ্যে।
লেখায় বিস্তারিত তথ্যসূত্র নির্দেশ করতে হবে নিম্নলিখিত পদ্ধতিতে-
লেখকের নাম, পুস্তকের নাম, প্রকাশকের নাম, প্রকাশের স্থান, প্রকাশকাল, পৃষ্ঠা।
ইটালিক রীতি (বাঁকা হরফ) বর্জিত হবে। পুস্তক ও পত্রিকা ইত্যাদি নামের জন্য সিঙ্গেল কোটেশন এবং বক্তব্য উদ্ধারের জন্য ডবল কোটেশন চিহ্ন ব্যবহার করতে হবে।
ইংরেজি কোটেশন রোমান হরফেই দিতে হবে।
একমাত্র পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানান বিধি গ্রহণ করা হবে।
সংক্ষিপ্ত লেখক পরিচিতি দিতে হবে- প্রবন্ধের শেষে