আত্মপরিচয়ের সংকট : সাহিত্য ও সমাজ-সংস্কৃতি
মানুষ প্রতি মুহূর্তে সংকটের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এই সংকট কখনো আর্থ-সামাজিক ও কখনো-বা সাংস্কৃতিক। নানান সমস্যায় জর্জরিত মানুষ–সমস্যাই তার আপন সত্তার পরিচয়ের সংকট তৈরি করে। তার প্রতিফলন দেখি সাহিত্যে ও শিল্পে। সামাজিক ও সাংস্কৃতিক সংকটও ব্যক্তি-মানুষের পরিচয়ের অন্তরায় হয়ে দাঁড়ায়। আবার সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে প্রাচীন ঐতিহ্য-এর পরিচয়গত সংকটও লক্ষিত হয়। রাজনৈতিক ও রাষ্ট্রিক নীতি ব্যক্তি-জীবনে প্রকৃত পরিচয়দানের বাধা হয়ে ওঠে– এই সব নিয়েই অন্তর্মুখের বর্তমান সংখ্যা।
প্রকাশিত হবে সেপ্টেম্বর, ২০১৯।
লেখা পাঠানোর সময়সীমা : জুন, ২০১৯
লেখা পাঠানোর আগে Submission Menu দেখুন।