‘রাষ্ট্র-সমাজ এবং মূল্যবোধ : তত্ত্ব ও প্রবণতা’

রাষ্ট্রের স্বরাষ্ট্র-পররাষ্ট্র, সমাজকল্যাণ, শিক্ষাবিষয়ক নীতি ভারতীয় সমাজজীবন-নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রীয় আইন নাগরিকদের  মধ্যে অম্ল-মধুর সম্পর্ক তৈরি করে। ফলে মানুষের মূল্যবোধে তাৎপর্যপূর্ণভাবে তার প্রভাব পড়ে।  রাষ্ট্র যখন কোনো নীতি নির্ধারণ করে তখন তার একটা দর্শন থাকে। বস্তুত ভারতীয় সমাজে মানুষের মূল্যবোধে তার  বাস্তব প্রতিফলন ও প্রবণতা নিয়ে আমাদের বর্তমান সংখ্যা। বলাবাহুল্য সাহিত্যেও  রাজনীতি ও মূল্যবোধের এইরূপ প্রকাশ লক্ষিত হয়।

প্রকাশিত হবে মার্চ, ২০২০

লেখা পাঠানোর শেষ তারিখ : ডিসেম্বর, ২০১৯

লেখা পাঠানোর পূর্বে submission menu দেখুন।